জাতীয়প্রধান খবর
লাইভে আসছেন শেখ হাসিনা, যা বললেন হাসনাত আবদুল্লাহ
বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশ্যে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) লাইভে কথা বলবেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই বিষয়ে ইঙ্গিত করে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।’
এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে একটি ভেরিফায়েড পেজের মাধ্যমে জানানো হয় শেখ হাসিনার লাইভে বক্তব্য দিবেন।।