বগুড়ায় ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
![](https://boguralive.com/wp-content/uploads/2025/02/Screenshot_2025-02-06-15-30-31-15_a87fd7db6caa850b517aa6fa9d2fcd0e_copy_710x361-scaled.jpg)
বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে শহরের সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করেন তারা। র্যালিটি শহরের স্টেশন সড়ক ধরে সাতমাথায় মুক্তমঞ্চে এসে শেষ হয়।
এ সময় সাতমাথায় এক সংক্ষিপ্ত সমাবেশ করে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশকে পরিণত করেছিল তলাবিহীন ঝুড়িতে। মেধা, নৈতিকতা হারিয়ে গা ভাসিয়ে দেয় চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং মাদকের পক্ষে। খুনি হাসিনা বিদেশে পালিয়ে যাওয়ার পরেও বিভিন্ন সময় উস্কানি দিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে ছিল না শিক্ষার সুষ্ঠু পরিবেশ। এমন প্রেক্ষাপটে বিশৃঙ্খল ও দিশেহারা ছাত্রসমাজকে পথ দেখাতে আলোর মশাল নিয়ে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকাশ পারে ছাত্র শিবির। গতকালের ঘটনা সাধারণ ছাত্র সমাজ যেভাবে রুখে দিয়েছে তাদের মতো কোন ফ্যাসিস্ট খুনি হাসিনা এই ধরনের উকি ঝুঁকি দেওয়ার সাহস করতে পারবে না।
বক্তারা জানান, ফ্যাসিস্ট হাসিনা পতনের আন্দোলনে বাংলাদেশ ছাত্র শিবিরের ২৩৪ জন ভাই শাহাদত বরণ করেছে, তাদের বিচারের কোন ফয়সালা করা হচ্ছে না। বগুড়ার ময়দানে আমাদের ৫ জন ভাই শাহাদত বরণ করেছে। তাদের খুনিদের ধরতে প্রশাসন এখনও ব্যর্থ হয়েছে। অনতিবিলম্বে বগুড়া শহর শাখা শহীদ নেতৃবৃন্দদের নিজের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরে বগুড়া শহর শাখার সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও বগুড়া শহর সভাপতি রেজোয়ানুল ইসলাম, সেক্রেটারি জেনারেল হাবিবুল্লাহ খন্দকার। ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই র্যালিতে ছাত্রশিবিরের অন্তত দুই হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।