বগুড়ায় ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন
বগুড়ায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজিজুল হক কলেজ শাখা।
কর্মসূচি উপলক্ষে বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ শেষে কলেজের অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি দেন তারা। স্মারকলিপিতে কলেজে ছাত্রলীগ সন্ত্রাসীদের কর্তৃক সংগঠিত সব কর্মকাণ্ডের বিচার-সাজা নিশ্চিত করা, ফ্যাসিস্ট আওয়ামী দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানানো হয়।
এ সময় সংক্ষিপ্ত সভা করে ছাত্রদলের কলেজ শাখা। এতে উপস্থিত ছিলেন সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম.আর হাসান পলাশ, কলেজ শাখার নেতা রজিবুল ইসলাম শাকিল, আতিকুল ইসলাম বিপ্লব, শরিফুল ইসলাম, অনিক আহমেদসহ অনেকে।
কর্মসূচিতে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এখনও অপতৎপরতা অপচেষ্টা চালাচ্ছে, তাদের ক্ষমতা ফিরে পেতে। এমন হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করা হবে। তাদেরকে প্রতিহত করতে আমরা মাঠে আছি। তাদের কোন সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না।