![](https://boguralive.com/wp-content/uploads/2025/02/ND_MARCELO-755x454-1-scaled.jpeg)
ট্রফি সমৃদ্ধ ক্যারিয়ারের ইতি টেনে দিলেন মার্সেলো। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ৩৬ বছর বয়সী ডিফেন্ডার।
ট্রফির হিসাবে ফুটবলে সফল সময় কাটিয়েছেন মার্সেলো। ১৯ বছরের ক্যারিয়ারে ৫ চ্যাম্পিয়ন্স লিগ ও ৬ লা লিগা জিতেছেন।
মার্সেলো ভিডিও বার্তায় বলেন, ‘খেলোয়াড় হিসেবে আমার গল্প এখানেই শেষ। কিন্তু ফুটবলকে দেওয়ার মতো এখনও আমার অনেক কিছু আছে।’
নিজ দেশ ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সেও ২০২৩ সালে কোপা লিবার্তাদোরেস জিতেছেন মার্সেলো। ২০২২ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসেও অল্প সময় কাটান।
গত নভেম্বরে ফ্লুমিনেন্স কোচ মানো মেনেজেসের সঙ্গে তর্ক করে মাঠ ছাড়েন মার্সেলো। তারপর থেকে মাঠের বাইরে তিনি।
২০০৭ সালে ফ্লুমিনেন্স ছেড়ে ১৮ বছর বয়সে রিয়ালে যোগ দেন মার্সেলো। সাড়ে ১৫ বছরে ২৫ ট্রফি নিয়ে বার্নাব্যুর ১২০ বছরের ইতিহাসে সবচেয়ে সফল ফুটবলার হিসেবে ক্লাব ছাড়েন। যদিও সেই কীর্তি পরে পেছনে ফেলেন নাচো, লুকা মদরিচ ও দানি কারভাহাল।
ব্রাজিলের জার্সিতে ৫৮ ম্যাচ খেলে ৬ গোল করলেও কখনও আন্তর্জাতিক ট্রফি জেতেননি তিনি।