সকালেও চলছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেয়ার কাজ
![](https://boguralive.com/wp-content/uploads/2025/02/resize-350x300x1x0-image-258745-1738810205.jpg)
সকালেও চলছে এক্সকাভেটর দিয়ে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুঁড়িয়ে দেয়ার কাজ। এর আগে বাড়িটিতে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে এক্সকেভেটরটি দিয়ে ৩২ নম্বরের বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে।
উৎসুক জনতার ভিড় রয়েছে বাড়িটি ঘিরে। কেউ কেউ ভাঙা স্লাব থেকে রড খুলে নিয়ে যাচ্ছে, কেউ বাড়িটি থেকে এসি খুলে রিকশায় করে নিয়ে যাচ্ছে। আবার কেউ কেউ নিজের মোবাইল ফোনে ভিডিও করছে।
গতকাল রাত ৮টার সময় গেট ভেঙে বাড়ির ভেতরে ঢোকেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কথা থাকলেও শিক্ষার্থীরা নিজ হাতেই ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। বাড়িটির মধ্যে থাকা বঙ্গবন্ধুর ম্যুরালটি এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।