প্রধান খবরবগুড়া সদর উপজেলা

খেলতে গিয়ে বগুড়ায় অটোরিকশার ধাক্কায় বোন নিহত, ভাই আহত

বগুড়া শহরের মালতিনগরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় হুমাইরা (১) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় নিহতের ভাই ৪ বছরের ভাই আব্দুল্লাহ গুরত্বর আহত হয়।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে মালতিনগরের শান্তিবাগ পাড়ায় এই ঘটনা ঘটে।


হুমাইরা ও আব্দুল্লাহ ওই এলাকার সুলতান আহমেদের সন্তান।

আব্দুল্লাহকে গুরুতর আহতাবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার স্বজনরা উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকায় নিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।


বগুড়া সদর থানাধীন বনানী ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে বাড়ির পাশে রাস্তায় হুমাইরা ও তার ভাই আব্দুল্লাহ খেলছিল। সেখানে ওই অটোরিকশাটির মেরামতের জন্য কাজ করছিলেন মিস্ত্রি। এ সময় দুর্ঘটনাবশত অটোরিকশাটি সচল হয়ে দুই শিশুকে ধাক্কা দেয়। এতে হুমাইরা ঘটনাস্থলে মারা যায়। আব্দুল্লাহকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।


এসআই আমিনুল ইসলাম আরো বলেন, অটোরিকশাটি স্থানীয়রা ক্ষোভে ভাঙচুর করেছে। আব্দুল্লাহর চিকিৎসার জন্য তার স্বজনেরা ঢাকার পথে। পরিবারের সঙ্গে কথাবার্তা পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button