![](https://boguralive.com/wp-content/uploads/2025/02/tamim-1738857850-scaled.jpg)
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটার তামিম ইকবাল। দেশের হয়ে শেষ ম্যাচটা খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। আর কখনও দেখা যাবেও না। কারণ গত ১০ জানুয়ারি তামিম আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখনো ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে এই বাঁহাতি ওপেনারের। তবে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানাতে বিপিএল ফাইনালের মঞ্চকেই বেছে নিয়েছে বিসিবি।
শুক্সরবার সন্ধ্যায় মিরপুরে বিপিএল ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তার হাতে বিদায়ী স্মারক তুলে দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।
তামিম জানিয়েছেন, খেলতে চান আগামী বিপিএল আসরেও।
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। তিন সংস্করণ মিলে তামিম আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮৭ ম্যাচ ও ৪৪৮ ইনিংসে ১৫১৯২ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ৯৪ ফিফটি ও ২৫টি সেঞ্চুরি করেছেন তিনি।
বিপিএলে কাল ফাইনালে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল মুখোমুখি হবে চিটাগং কিংসের্। কাল জিতলে টানা দ্বিতীয় বার শিরোপা জিতবে তামিমের দল বরিশাল।