প্রধান খবরলাইফস্টাইল

আজ প্রিয়জনকে গোলাপ দেয়ার দিন

প্রতিবছর ৭ ফেব্রুয়ারি রোজ ডে পালিত হয়। সে হিসাবে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রোজ ডে। এই দিন থেকেই শুরু হয় প্রেমসপ্তাহ। অবশ্য বছরে আরও একটি রোজ ডে থাকে। সেটা ‘ওয়ার্ল্ড রোজ ডে’ নামে পরিচিত। তবে, সেই দিনটি বিশ্ব ক্যানসার রোগীদের জন্য উৎসর্গ।

গোলাপ ভিন্ন ভিন্ন রঙের হয় আর এই ভিন্ন ভিন্ন রং ভিন্ন ভিন্ন অনুভূতি প্রকাশ করে। লাল রং যেমন ভালোবাসার প্রতীক তেমনি কাউকে ভালোবাসলে তাকে লাল গোলাপ উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করতে পারেন। হলুদ রংকে বন্ধুত্বের প্রতীক হিসেবে মনে করা হয়। তাই হলুদ গোলাপ উপহার দিয়ে আপনি আপনার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারেন। একই সময়ে, সাদা রং শান্তির প্রতীক। অর্থাৎ, আপনি যদি কারও সঙ্গে আপনার সম্পর্ক উন্নত করতে চান তাহলে তাকে সাদা গোলাপ উপহার দিতে পারেন।

গোলাপ ভালোবাসা, প্রেমের প্রতীক। তাই এই বিশেষ ফুলকে ঘিরে রয়েছে অনেক আবেগ। গোলাপ এমনই একটি অসাধারণ ফুল, যা একজন ব্যক্তির জীবনে অভ্যন্তরীণ প্রশান্তি ও সুখ এনে দিতে পারে। তাই ভ্যালেন্টাইন্স ডের প্রথম দিন রোজ ডে হিসেবেই পালিত হয়। 

ইতিহাস যা বলছে

এমনটা মনে করা হয় যে, রোমান সাম্রাজ্যের যুগে প্রেম এবং সৌন্দর্যের দেবী ভেনাসের থেকে গোলাপ প্রেমের প্রতীক হয়ে ওঠে। রোমানরা বিশ্বাস করতেন যে গোলাপ হলো দেবী ভেনাসের ফুল। যা প্রেম এবং আবেগের প্রতীক।

মধ্যযুগে, রোজ ডে প্রেমিকদের অনুভূতি প্রকাশের মাধ্যম হয়ে ওঠে। নাইটরা তাদের সঙ্গিনীদের আনুগত্যের প্রতীক হিসেবে গোলাপ উপহার দিতেন। ১৭ শতকের ইংল্যান্ডে, রোজ ডে হয়ে ওঠে ছুটির দিন। এই দিনটিতে বিশেষ করে রোমান্টিক কবিতা এবং গান চর্চা হত। রানি ভিক্টোরিয়ার যুগে প্রেমিক-প্রেমিকারা ভালোবাসা প্রকাশের জন্য পরস্পরকে লাল গোলাপ উপহার দিতেন।

শুধু তাই নয়, কথিত আছে মোগল সম্রাজ্ঞী নুরজাহান নিজেও লাল গোলাপ পছন্দ করতেন। তাকে ভালোবেসে বিয়ে করেছিলেন মোগল সম্রাট জাহাঙ্গির। তিনি তার বেগমকে খুশি রাখতে প্রতিদিন একটন তাজা গোলাপ নুরজাহানকে পাঠাতেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button