রাতের মধ্যে গ্রেফতার না করলে, সরকার-পুলিশের বিপক্ষে অবস্থান: সারজিস

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে হামলাকারীদের গ্রেফতারে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, হামলার সাথে জড়িত খুনিদের যদি রাতের মধ্যে গ্রেফতার করতে না পারে, তাহলে আমাদেকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলার রাজবাড়ি উপজেলায় প্রথমে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
সমন্বয়ক সারজিস আলম বলেন, আওয়ামী লীগ, ছত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে, এই সন্ত্রাসীরা সোশ্যাল মিডিয়ায় আমার যোদ্ধাদের হুমকি দিচ্ছে।
তিনি বলেন, এই অন্তর্বতীকালীন সরকার, এই স্বরাষ্ট্র মন্ত্রাণালয়, এই পুলিশ যদি আজকে রাতের মধ্যে গতকালকের হামলার সাথে জড়িত খুনিদের যদি গ্রেফতার করতে না পারে, তাহলে আমাদেকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে।