প্রধান খবরলাইফস্টাইল

প্রোপোজ ডে: ভালোবাসার প্রকাশের দিন আজ

প্রতি বছর ৮ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন সপ্তাহের দ্বিতীয় দিনটি প্রোপোজ ডে হিসেবে উদযাপিত হয়। এই দিনটি মূলত ভালোবাসার মানুষকে মনের কথা জানানোর এক বিশেষ সুযোগ এনে দেয়।

প্রোপোজ ডে-তে অনেকেই প্রিয়জনকে প্রেমের প্রস্তাব দেন ফুল, উপহার বা বিশেষ চিঠির মাধ্যমে। অনেকে আবার রোমান্টিক ডিনার কিংবা স্মরণীয় কোনো মুহূর্ত তৈরি করে ভালোবাসার অনুভূতি প্রকাশ করেন।

যদি কারও প্রতি গভীর অনুভূতি থেকে থাকে, তবে প্রোপোজ ডে হতে পারে সেই অনুভূতি প্রকাশের সেরা দিন। আত্মবিশ্বাসী হয়ে মনের কথা বলুন, কারণ সত্যিকারের ভালোবাসা সবসময়ই বিশেষ।

বগুড়া লাইভের পক্ষ থেকে সকল পাঠকদের শুভ প্রোপোজ ডে!

এই বিভাগের অন্য খবর

Back to top button