প্রধান খবররাজনীতি

কোন দল নিষিদ্ধ হবে বা সক্রিয় থাকবে, এই সিদ্ধান্ত জনগণের: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব জনগণের। কোন দল নিষিদ্ধ হবে বা রাজনৈতিকভাবে সক্রিয় থাকবে—এই সিদ্ধান্ত জনগণই নেবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, আমরা বার বার করে বলে আসছি, জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রের সকল নর্মস, এবং কন্ডিশনের উপর আস্থা রাখি, আমরা সেগুলো অতীতেও চর্চা করেছি। সেইভাবেই আমরা মনে করি, আমরা সিদ্ধান্ত নেব না কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না। জনগণ সিদ্ধান্ত নেবে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না।

নির্বাহী আদেশে নিষিদ্ধের পক্ষে বিএনপি কি না জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এই বিষয়টা তো পরিষ্কার করে বলেছি, জনগণ সিদ্ধান্ত নেবে। আমার পক্ষ থাকা না থাকা ইমমেটেরিয়াল (বস্তুহীন) , জনগণ সিদ্ধান্ত নেবে।

বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, উনারা আমাদের সঙ্গে আলোচনা করেছেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, বর্তমান সরকারের পদক্ষেপ, আমাদের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক এবং কবে নির্বাচন হচ্ছে এসব বিষয়ে।

এই বিভাগের অন্য খবর

Back to top button