আদমদিঘী উপজেলাপ্রধান খবর

আদমদীঘিতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের কয়াকুঞ্চি গ্রামে বিএনপি অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক তপন কুমারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তপন উপজেলার মিতইল গ্রামের নিপেনদ্রনাথ সরকারের ছেলে।

শুক্রবার সকালে আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা য়ায়, উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কয়াকঞ্চি গ্রামস্থ বিএনপি অফিসে গত বছরের ২৫ ডিসেম্বর দিবাগত রাত দেড়টায় দলবদ্ধ ও দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর ও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় চাঁপাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফরিদ হোসেন সরকার বাদি হয়ে ৫৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫০ জনসহ মোট ২০৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার চাঁপাপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক তপন কুমারকে গ্রেপ্তার করা হয়েছে।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তরকৃতকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button