বগুড়ায় যমুনা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
![](https://boguralive.com/wp-content/uploads/2025/02/InShot_20250215_134909804-scaled.jpg)
বগুড়ার ধুনট উপজেলায় যমুনার স্পারে ঘুরতে গিয়ে মোবাইলে সেলফি তোলার সময় নদীতে পড়ে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার কলেছেন স্থানীয় জলেরা।
আজ সকালে উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ী বন্যা নিয়ন্ত্রণ স্পার এলাকায় থেকে তাকে উদ্ধার করা হয়।
নিখোঁজ শিক্ষার্থী জুনায়েদ রহমান (১৮) শেরপুর পৌরসভার টাউন কলোনি এলাকার জাহিদুল ইসলামের ছেলে। তিনি বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের (আরডিএ) উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।
ভাণ্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আফজাল হোসেন বলেন, গতকাল বিকালে চার বন্ধু ধুনটের শিমুলবাী এলাকায় বন্যা নিয়ন্ত্রণ স্পার এলাকায় যমুনা নদীতে নেমে সেলফি তুলছিলেন। এ সময় অসাবধানতাবশত তারা নদীতে পড়ে ডুবে যান।পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ রয়েছেন জুনায়েদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। আজ সকালে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করেন।