আন্তর্জাতিক খবরপ্রধান খবর

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় শেখ হাসিনার পালিয়ে যাওয়া নিয়ে বিতর্কিত প্রশ্ন

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালানো নিয়ে প্রশ্ন এসেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়। প্রশ্নটি নিয়ে ইতোমধ্যে বিতর্ক শুরু হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রে উল্লেখ করা হয়েছিল, “২০২৪ সালে ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ভারতে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন?”

এই প্রশ্নকে ঘিরে সমালোচনা ছড়িয়ে পড়ে, কারণ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হচ্ছেন প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন, আর শেখ হাসিনা ছিলেন সরকারপ্রধান। এছাড়া, শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক আশ্রয় নেওয়ার কোনো সরকারি ঘোষণা বা বাস্তবতা নেই।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর এবং রাষ্ট্রবিজ্ঞানী সব্যসাচী বসু রায় চৌধুরী বলেন, “প্রশ্নটি পুরোপুরি ভুল হয়েছে এবং এটি শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে পারে। এমন ভুল গ্রহণযোগ্য নয়।”

তবে তিনি আরও যোগ করেন যে, এটি একটি অনিচ্ছাকৃত ভুল নাকি শিক্ষার্থীদের বিশ্লেষণ ক্ষমতা যাচাই করার জন্য ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে, সেটি খতিয়ে দেখা প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের ইউজি বোর্ডের এক সদস্য জানিয়েছেন, সাধারণত পরীক্ষার জন্য তিনটি প্রশ্নপত্র সেট তৈরি করা হয়, যার মধ্যে একটি চূড়ান্ত করা হয়। কিন্তু পরীক্ষার আগে কেউ এই ভুল সম্পর্কে অবগত করেননি, ফলে তা নিয়ে যথাযথ পর্যালোচনা হয়নি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই বিভাগের অন্য খবর

Back to top button