প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় স্কুলছাত্র ফাহিম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুলছাত্র ফাহিম (১৬) হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কলোনী এলাকা থেকে ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীর ব্যানারে এই মিছিল বের করেন।


মিছিল শহরের শেরপুর সড়ক হয়ে সাতমাথা, জলেশ্বরীতলাসহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন।
মিছিল শেষ কলোনী এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এসময় ফাহির হত্যার বিচারের দাবিতে তার সহপাঠি, শিক্ষকরা বক্তব্য দেন।


গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে দুর্বৃত্তরা ফাহিমকে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত ফাহিম শহরের চক ফরিদ এলাকার মানিকের ছেলে। সে ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেনীর ছাত্র ছিলো।

এই বিভাগের অন্য খবর

Back to top button