বিনোদন

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন মেহজাবীন

আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ইতোমধ্যেই শোবিজে ১৬ বছরের পেশাদারী জীবন পার করছেন। জনপ্রিয় এই অভিনেত্রীকে নিয়ে কয়েক বছর ধরেই চলছে পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে প্রেমের গুঞ্জন। রাজীব প্রযোজিত ও পরিচালিত নাটক, বিজ্ঞাপনচিত্র এবং সিনেমায় অভিনয়ও করেছেন মেহজাবীন চৌধুরী। যদিও প্রেমের সম্পর্ক নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে গত কয়েক বছরে সেভাবে কথা বলেননি, বরং বারবারই এড়িয়ে গেছেন।

অবশেষে প্রকাশ্যে এলো দুজনের বিয়ের খবর। চলতি মাসের ২৩ ফেব্রুয়ারি তাঁদের গায়ে হলুদ অনুষ্ঠান আর পরদিন তাঁদের বিয়ে। বিষয়টি নিশ্চিত করেছে মেহজাবীন ও রাজীবের একাধিক ঘনিষ্ঠজন।

জানা যায়, তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নিয়েছে।


শোবিজের এই লাভ বার্ডদের একসঙ্গে দেশ–বিদেশে নানা সময় দেখা গেছে। কখনো তাঁরা ঘুরতে গেছেন, কখনো শুটিং কিংবা চলচ্চিত্র উৎসব–সম্পর্কিত নানা কাজ। এই সময়ে কখনো মেহজাবীন ও রাজীবের ঘনিষ্ঠ বন্ধুরাও সঙ্গে ছিলেন। তবে দুজনের প্রেমের সম্পর্কের কথা তাঁরা সবাই জানলেও কাউকে জানতে দেননি।

ছোট পর্দার রানী মেহজাবীন ও রাজীবের বিয়ের খবর ছড়িয়ে পড়ায় বিনোদন অঙ্গনে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস।

এই বিভাগের অন্য খবর

Back to top button