ক্রিকেটখেলাধুলা

প্রস্তুতি ম্যাচে হারলো বাংলাদেশ

দুবাই যাওয়ার আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের টার্গেট শিরোপা, এমনটাই বলেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নাজমুল বাহিনীর চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু দুবাইয়ে। মরুশহরে ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি নামবেন টাইগাররা। মূল মিশনের আগে গতকাল একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলেছেন নাজমুলরা।

দুবাই ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৮.২ ওভারে মাত্র ২০২ রানে অলআউট হয় নাজমুল বাহিনী। তখনো ৭০ বল বাকি ছিল। জবাবে পাকিস্তান শাহিনস ৩ উইকেটে ২০৬ রান করে ৭ উইকেটের জয় তুলে নেয়। দুবাই ক্রিকেট মাঠে গত এক মাসে ১৫টি ম্যাচ হয়েছে।উইকেট বানানো হয়েছে ১০টি। ৮টি উইকেটে খেলা হয়েছে বিরতি ছাড়া। এজন্য উইকেটে বল ঘুরেছে একটু বেশি। দুবাইয়ের উইকেট ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ১৩ ফেব্রুয়ারি ঢাকা ছাড়েন নাজমুলরা।

গতকাল প্রস্তুতি ম্যাচ খেলার আগে দুই দিন ও রাতের আলোয় অনুশীলন করে জাতীয় দল। ব্যাটিং প্রস্তুতি নিতে টাইগাররা আগে ব্যাট করেন। কিন্তু ব্যর্থ হয়েছেন। ব্যক্তিগত কোনো বড় স্কোর করতে পারেননি কেউ। বড় কোনো জুটি গড়তে পারেননি।

শেষ দিকে তানজিম দৃঢ়তার পরিচয় না দিলে ২০০-এর ঘর পেরোত না স্কোর। তানজিম সাকিব ৩০ রান করেন ২৭ বলে ৪ চার ও ১ ছক্কায়। মিরাজ ৪৪ রান করেন ৫৩ বলে ৩ চারে। ওপেনার সৌম্য সরকার ৩৫ রান করেন ৩৮ বলে ৪ চারে। আরেক ওপেনার তানজিদ তামিম ৩ বলে ৬, অধিনায়ক নাজমুল ২১ বলে ১৮, তাওহিদ হৃদয় ৩৩ বলে ২০, মুশফিকুর রহিম ১৪ বলে ৭, জাকের আলি ৫ বলে ৪, রিশাদ হোসেন ১৫ বলে ১৪, নাসুম আহমেদ ১৬ বলে ১৬, তাসকিন আহমেদ ৭ বলে ৪ রান করেন। উসমান মির ৪৩ রানের খরচে নেন ৪ উইকেট। পাকিস্তানের পক্ষে হারিস সর্বোচ্চ ৭৬ রান করেন। এ ছাড়া মুবাসির ৬৩ রানে অপরাজিত থাকেন। আজান ৩১ ও সাহিবজাদা ২৩ রান করেন। বাংলাদেশের পক্ষে নাহিদ রানা, মেহেদি হাসান মিরাজ ও তানজিম ১টি করে উইকেট শিকার করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button