ক্রিকেটখেলাধুলাপ্রধান খবর

আহত হৃদয়ের সেঞ্চুরিতে বাংলাদেশ থামলো ২২৮ রানে

ইনিংসের শুরুর ১০ ওভারের একচিত্র, বাকি সময়ে আরেকটি। ভারতের বিপক্ষে দুটি দিকই দেখেছে বাংলাদেশ। টপ অর্ডারের পুরোনো রোগ এবং মিডলের লড়াই। সেই লড়াইয়ের নায়ক আবার দুজন—তাওহিদ হৃদয় ও জাকের আলী। ধংসস্তুপ থেকে দলকে টেনেছেন এই দুজন। একজন হাঁকিয়েছেন সেঞ্চুরি, অন্যজন ফিফটি।

তার আগে, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম  দেখেছে শুধু ব্যাটারদের আসা-যাওয়া। টাইগারদের হতশ্রী ব্যাটিং, দায়িত্বহীন শট এবং নড়বড়ে আত্মবিশ্বাসে তোপ দাগেন মোহাম্মদ শামি। ফাইফার পেয়ে প্রত্যাবর্তন রাঙান এই তারকা পেসার।

ট্রফির মিশনে ব্যাটিং নেন টাইগ্রেস অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুবাইয়ের রানপ্রসবা উইকেটে পরে দেখান ব্যাটিংয়ের হতশ্রী দিক। ওপেনিংয়ে সৌম্য সরকার ফেরেন শূন্য রানে। তিনে নেমে শান্ত বরং দলের চাপ বাড়িয়েছেন। লড়তে চেষ্টা করা মেহেদী হাসান মিরাজও (৫) পড়েছেন মুখথুবড়ে। তানজিদ হাসানও (২৫) রান বড় করতে পারেননি। অভিজ্ঞ মুশফিকুর ফিরেছেন ডাক মেরে। ‍৩৫ রানেই ৫ উইকেট হারিয়ে বসে টিম টাইগার্স। এরপরের গল্পে তাওহীদ ও জাকের।

হৃদয়ের হৃদয়কাড়া সেঞ্চুরিটি আসে ম্যাচের একেবারে শেষ সময়ে। তার আগে ধংসস্তুপে দাড়িয়ে জাকের নিয়ে গড়েন ১৫৪ রানের জুটি।

এই বিভাগের অন্য খবর

Back to top button