আদমদিঘী উপজেলা

আদমদীঘিতে ভাষা শহীদদের প্রতি উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন।

শুক্রবার রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন প্রমূখ।
এরপর ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button