প্রধান খবরবগুড়া জেলা

ম্যাটস বন্ধসহ ৫ দাবিতে বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের সড়ক অবরোধ


বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের মহাসড়ক অবরোধ। এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ, নামসর্বস্ব ম্যাটসের কার্যক্রম বন্ধ, বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে বগুড়ায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে।

রোববার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ঘণ্টাব্যাপী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করা হয়।

স্থানীয়রা জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের (শজিমেক) ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ছিলিমপুর এলাকায় এই অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া শজিমেকের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আল শাহরিয়ার খান আকাশ ও সিনিয়র সহসভাপতি ডা. সোহানুর রহমান সোহান বলেন, স্বাস্থ্যখাতে চলমান অরাজকতা নিরসন ব্যতিত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা অসম্ভব। এ অবস্থায় চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। চিকিৎসা সংশ্লিষ্ট বিষয়ে চিকিৎসকের উপর যেকোনো হামলার বিচার দ্রুত বিচার আদালতে নিষ্পত্তি করতে হবে। একই সাথে সুষ্ঠু তদন্ত ব্যতিত চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে ভুয়া সংবাদ প্রচার করা হলে দ্রুত বিচারের আওতায় ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

পরে ইন্টার্ন চিকিৎসকেরা আগামীকাল সোমবার থেকে হাসপাতালে ও শিক্ষার্থীরা কলেজে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন।

পাশাপাশি আগামী ২৫ তারিখে আদালতের রায়ে তাদের দাবি না মানা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। স্বাস্থ্যখাতের অধঃপতনের প্রতিবাদ হিসেবে এই কমপ্লিট শাডডউন কর্মসূচি ঘোষণা করেন বলে ইন্টার্ন চিকিৎসকেরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button