প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় করতোয়া নদী রক্ষার সম্মেলন


করতোয়া নদী দখল দূষণমুক্ত ও পানি প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে বগুড়ায় করতোয়া নদী রক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


সোমবার বেলা তিনটার দিকে বগুড়ার বনানী এলাকায় এনজিও ফোরামের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেজবাউল করিম।
বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্ববধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালযের পরিচালক মুহা. আহসান হাবিব, বগুড়া পৌরসভার নগর পরিকল্পনাবিদ আল মেহেদী হাসান প্রমুখ।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেলার ফিল্ড এন্ড প্রোগ্রাম কো-অর্ডিনেটর এএমএম মামুন। সম্মেলনের উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন বগুড়া পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলার রাজশাহী কার্যালয়ের সমন্বয়ক নন্ময় কুমার সান্যাল।


অনুষ্ঠানের মূল আয়োজক ছিল বেলা, এএলআরডি ও পানি অধিকার ফোরাম। নদী রক্ষার এই কর্মসূচির সহ-আয়োজক ছিল স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ।

এই বিভাগের অন্য খবর

Back to top button