বগুড়া শহরে বোরকা পড়ে ডাকাতির অভিযোগ

বগুড়া শহরের লতিফপুরে হেলাল উদ্দিন নামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যায় লতিফপুরে তাজ ভিলা নামের ভবনের তিন তলায় এই ঘটনা ঘটে।
ডাকাতির শিকার বাসিন্দাদের দাবি, বোরকা পরিহিত কয়েক জন দুর্বৃত্ত বাসার ভিতরে ঢুকে অর্থ, স্বর্ণালংকার, নথিপত্র লুট করে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হেলাল উদ্দিন ইটালিতে থাকেন। আজ সোমবার হেলাল উদ্দিনের স্ত্রী ও স্বজনরা মামলার কাজে ঢাকায় ছিলেন। বাসায় শুধু হেলালের মেয়ে তামান্না ছিল।
সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বোরকা পড়া তিন-চারজন দৃর্বৃত্ত তার ভাড়া বাড়ির তিনতলায় দরজা খুলে ভিতরে প্রবেশ করে। এরপর তারা তামান্নাকে চাকু ছোরার মুখে জিম্মি করার চেষ্টা করলে সে দৌড়ে একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে আত্মরক্ষা করে। এরপর দুর্বত্তরা ওই দরজায় চাকু দিয়ে আঘাত করে ভয় দেখায়।
ওই সময় তামান্না কক্ষের বাথরুমে গিয়ে মোবাইল ফোনে তার মাকে ডাকাতির বিষয়টি জানায়।
হেলাল উদ্দিনের স্ত্রী তাসমিনা আক্তার জানান, তার একটি সন্তান চুরির ঘটনায় ১২ বছর ধরে মামলা চলছে। সেই মামলার ডিএনএ টেস্টের রিপোর্ট সহ গুরুত্বপূর্ণ নথি নিতেই ডাকাতি করা হয়েছে। একই সাথে বাসায় থাকা স্বর্ণালংকার, প্রায় দুই কোটি টাকার মূল্যের ডলার, কয়েক লাখ টাকা লুট করেছে ডাকাতরা।
ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ছুটে যান। তারা হেলাল উদ্দিনের পরিবারের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন।
বনানী ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, ডাকাতির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি নিয়ে পুলিশ খোঁজ খবর করছে।