প্রধান খবরসারাদেশ

সাজেকে আগুন নিয়ন্ত্রণে, ১৪০ রিসোর্ট-কটেজ-দোকান-বসতঘর পুড়ে ছাই

রাঙ্গামাটি জেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রায় সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয় জনগণ। তবে এই অগ্নিকাণ্ডে প্রায় ১৪০টি রিসোর্ট, কটেজ ও দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে । 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির অর্থ সম্পাদক ইদ্র জিৎ চাকমা।

তিনি জানান, মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে এরই মধ্যে সাজেক অবকাশ রিসোর্ট, ইকো ভ্যালি রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মনটানা রেস্টুরেন্ট, মারুয়াতি রেস্টুরেন্টসহ অন্তত ১৪০টি রিসোর্ট ও কটেজ এবং দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সাজেকের আগুন নিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানায়, সাজেকে ফায়ার স্টেশন না থাকায় দীঘিনালা ফায়ার স্টেশনের একটি ইউনিটসহ মাটিরাঙা স্টেশনের দুটি, লংগদু স্টেশনের দুটি, পানছড়ি ফায়ার স্টেশনের দুটি, খাগড়াছড়ি সদরের দুটি, রামগড় থেকে একটি এবং লক্ষ্মীছড়ি ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয় জনসাধারণের সহায়তায় সাড়ে ৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা গণমাধ্যমকে জানায়, সাজেক পর্যটন কেন্দ্রে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ১৪০টির মতো রিসোর্ট, কটেজ, দোকান ও বসতবাড়ি পুড়ে গেছে বলে জানান তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button