বিনোদন

আজ মেহজাবীনের বিয়ে

মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব প্রেম করছেন দীর্ঘদিন ধরেই। প্রায়ই একসঙ্গে দেখা যেত তাদের। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেদের বিভিন্ন ছবি পোস্ট করতেন তারা। তবে প্রেম নিয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তারা। অবশেষে গুঞ্জনই সত্যি হয়েছে।

জানা গেছে, ঢাকার অদূরে সেই রিসোর্টে কয়েকদিন ধরে প্রস্তুতি চলছিল। মেহজাবীন-আদনানের বিয়ে আয়োজনেও হাজির হবেন দুই পরিবার ও শোবিজের অনেকেই। এরই মধ্যে অনেকে উপস্থিত ছিলেন গায়ে হলুদের অনুষ্ঠানে। তবে অনুষ্ঠানে অংশ নেয়া একাধিক তারকা ও পরিচালকরা সংবাদমাধ্যমে জানিয়েছেন ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি আরোপ করেছে বর-কনেপক্ষ। নিজেদের মুঠোফোনে ছবি না তোলার জন্য আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়।

আমন্ত্রিত অতিথিরা সংবাদমাধ্যমকে জানায়, মেহজাবীন নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে আক্‌দ, গায়েহলুদ এবং বিয়ের অনুষ্ঠানের স্থিরচিত্র পোস্ট করবেন। এরপর অতিথিরা তাদের স্থিরচিত্র পোস্ট করার সুযোগ পাবেন। এর আগে কারও ছবি পোস্ট করার অনুমতি নেই। 
 

এই বিভাগের অন্য খবর

Back to top button