বগুড়ায় হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ

চলতি মৌসুমে অযৌক্তিকভাবে হিমাগার মালিকদের আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে।
সোমবার বেলা ১২ টার দিকে সর্বস্তরের কৃষক ও আলু ব্যবসায়ীর ব্যানারে শাজাহানপুর উপজেলায় বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জেলার শতাধিক কৃষক ও ব্যবসায়ী মিলে বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কের পাশে মানববন্ধন করেন। এক পর্যায়ে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ করেন তারা।
এ সময় তারা বলেন, এবার চাষাবাদ করে খরচের টাকাই উঠছে না। এর মধ্যে হিমাগার মালিক সমিতি আলু সংরক্ষণের ভাড়া দ্বিগুন করেছে। বিষয়টি পুরোপুরি অযৌক্তিক। সরকারের উচিত কৃষকদের দিকে নজর দেওয়া। কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলার নয়মাইল এলকার কৃষক জহুরুল ইসলাম, এনামুল করিম স্বপন, কাহালু উপজেলার মো. সেলিম, নন্দীগ্রাম উপজেলা আব্দুল হালিম প্রমুখ।
পরে বিক্ষোভকারীরা শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন। এতে হিমাগারের সংরক্ষণ ব্যয় আগের মতো কেজি প্রতি ৫ টাকা নির্ধারণের দাবি জানান তারা।