ছাত্র আন্দোলন

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা

গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন ৫ জন।

সোমবার রাত ১০টার দিকে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতে মেলায় একটি দোকানে চুরির অভিযোগে এক মহিলাকে আটক করে মারধর করে কয়েকজন ব্যবসায়ী। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আসাদুজ্জামান মিয়া তাকে মারধরের পরিবর্তে থানায় দেয়ার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে বিবাদে জড়ায় তারা। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতারা ঘটনাস্থলে গেলে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে বেশ কয়েকজন।

এ ঘটনায় বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক  শরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব বাইজিত বোস্তামিম জিম, যুগ্ম সম্পাদক  শিপন মিয়া ও আসাদুজ্জামান আহত হন।

পরে স্থানীয়রা আহতদের  উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে শরিফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, পূর্ব পরিকল্পিতভাবে নিষিদ্ধ ছাত্রলীগ ও ছাত্রদলের সুবিধাবাদী বেশ কয়েকজন নেতার নেতৃত্বে পুলিশের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটে।

খবর পেয়ে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গাইবান্ধা সেনা ক্যাম্পের সদস্যরা হাসপাতালে গিয়ে দোষীদের গ্রেপ্তার আশ্বাস দেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button