আদমদিঘী উপজেলাপ্রধান খবর

আদমদীঘিতে পুকুরে মুরগির বিষ্ঠা ফেলে দেড় লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে এখলাছ মল্লিক নামের এক চাষীর পুকুরে ব্রয়লার মুরগির বিষ্ঠার বিষক্রিয়ায় প্রায় দেড় লাখ টাকার মাছ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগী একলাছ মল্লিক বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এর আগে সোমবার সন্ধ্যায় সান্তাহার ইউপির উথরাইল গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা সান্তাহার ইউপির উথরাইল গ্রামের দক্ষিণপাড়ার সিদ্দিক মল্লিকের ছেলে এখলাছ মল্লিক তার নিজ গ্রামের মৌজায় একটি সরকারি পুকুর এক বছরের জন্য লীজ নিয়ে মাছ চাষ করে আসছেন। সোমবার সন্ধ্যায় একই গ্রামের শহর আলীর ছেলে খাইরুল তার ব্রয়লার মুরগীর সেড পরিস্কার করে মাত্রাতিরিক্ত বিষ্ঠা বা মল (জীবানুনাশক পদার্থ) তার মাছ চাষ পুকুরে ফেলে দেয়। এসব পদার্থ খেয়ে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মরে ভাসতে থাকে।

এতে ওই মাছ চাষীর দেড় লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে দাবী করেন এখলাছ মল্লিক।


আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএস মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button