খেলাধুলাফুটবল

প্রতিপক্ষ কোচের ঘাড় ধরে শাস্তি পেলেন মেসি

লিওনেল মেসি মাঠ ও মাঠের বাইরে নিপাট ভদ্রলোক। তবে নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে গত শনিবারের ম্যাচটিতে তিনি মেজাজ হারিয়ে প্রতিপক্ষ কোচের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এজন্য তাকে অজ্ঞাত পরিমাণ জরিমানা করা হয়েছে।

নিউইয়র্ক-মায়ামির ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। ম্যাচের শেষ মুহূর্তে রেফারি অ্যালেক্সিস ডি সিলভার সঙ্গে তর্ক করায় মেসিকে হলুদ কার্ড দেখানো হয়। শেষ বাঁশি বাজার পর তিনি মাঠ ছেড়ে যাচ্ছিলেন। এসময় নিউইয়র্ক সিটির সহকারী কোচ মেহদি বালুচির সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়।

মেসি এক পর্যায়ে চলে গিয়েও ফিরে আসেন এবং বালুচির ঘাড়ে ধরে চাপ দেন।

এই ঘটনায় বালুচি হতবাক হয়ে যান। তর্ক করতে করতে দুইবার বালুচির ঘাড়ে হাত রাখেন মেসি। এই ঘটনায় মেসির শাস্তি হয়েছে।

এমএলএস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রতিপক্ষে মুখ, মাথা কিংবা ঘাড়ে হাত রাখায় টুর্নামেন্টের নীতির লংঘন হয়েছে।’

এই বিভাগের অন্য খবর

Back to top button