আন্তর্জাতিক খবর

ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিতের সিদ্ধান্ত নিলেন ট্রাম্প

ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাগ্‌বিতণ্ডার পর এ সিদ্ধান্ত নেন তিনি।

স্থানীয় সময় সোমবার (৩ মার্চ) একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প জানিয়েছেন, যতক্ষণ না ইউক্রেনের নেতৃত্ব শান্তির প্রতি তাদের সদিচ্ছা প্রদর্শন করবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে সামরিক সহায়তা দেয়া হবে না। এর মধ্যে রয়েছে ইউক্রেনে পৌঁছানোর পথে থাকা বা পোল্যান্ডে অবস্থানরত অস্ত্র ও সামরিক সরঞ্জাম।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করেছে বলে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেছেন, “আমরা আমাদের সাহায্য বিরতি দিচ্ছি এবং পর্যালোচনা করছি যাতে এই সাহায্য (সংঘাতের) সমাধানে অবদান রাখতে পারে।”

যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম এখন ইউক্রেনে নেই, সেগুলো এই সাময়িক সহযোগিতা বন্ধের আওতায় পড়বে। সাময়িক এই অস্ত্র সহযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এই বিভাগের অন্য খবর

Back to top button