প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় দুই অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বগুড়ার সদর ও শিবগঞ্জ উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।


ভ্রামমাণ আদালতের বিচারক ছিলেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসিফ ও মোঃ আব্দুল্লাহ আল মামুন।


প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলার সহকারী পরিচালক জনাব মাহথীর বিন মোহাম্মদ।

অভিযানে থাকা কর্মকর্তারা জানান, সাবগ্রামের মেসার্স সারিয়াকান্দি ব্রিকস জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কোনো সনদ ছিল না। এ কারণে ওই ইটভাটায় অভিযান চালিয়ে ভাটা গুড়িয়ে দেওয়া হয়।

এরপর শিবগঞ্জের মোকামতলার বিহারপুর এলাকার এ এস বি নামক ইটভাটায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এটিও অবৈধ হওয়ায় ভেঙে দেয় প্রশাসন।

সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ জানান, অভিযানে দুই ভাটা কর্তৃপক্ষকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে ১০ হাজার করে মোট ২০০০০ টাকা জরিমানা করা হয়।


এ ছাড়া ইটভাটা মালিককে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ, লাইম ও জিপসামের তৈরি FAL-G ইট তৈরিতে নির্দেশনা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. সাইফুল ইসলাম। এছাড়া অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের সদস্যবৃন্দ, বগুড়া জেলা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button