বগুড়ায় দুই অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বগুড়ার সদর ও শিবগঞ্জ উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রামমাণ আদালতের বিচারক ছিলেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসিফ ও মোঃ আব্দুল্লাহ আল মামুন।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলার সহকারী পরিচালক জনাব মাহথীর বিন মোহাম্মদ।
অভিযানে থাকা কর্মকর্তারা জানান, সাবগ্রামের মেসার্স সারিয়াকান্দি ব্রিকস জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কোনো সনদ ছিল না। এ কারণে ওই ইটভাটায় অভিযান চালিয়ে ভাটা গুড়িয়ে দেওয়া হয়।
এরপর শিবগঞ্জের মোকামতলার বিহারপুর এলাকার এ এস বি নামক ইটভাটায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এটিও অবৈধ হওয়ায় ভেঙে দেয় প্রশাসন।
সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ জানান, অভিযানে দুই ভাটা কর্তৃপক্ষকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে ১০ হাজার করে মোট ২০০০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ইটভাটা মালিককে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ, লাইম ও জিপসামের তৈরি FAL-G ইট তৈরিতে নির্দেশনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. সাইফুল ইসলাম। এছাড়া অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের সদস্যবৃন্দ, বগুড়া জেলা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।