বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় ৬ বছর আগে বিএনপির সাবেক সংসদ সদস্যের গাড়ি বহরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলা মামলায় সাজেদুল ইসলাম (৩৫) নামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (০৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাজেদুল ইসলাম উপজেলার নিমগাছি গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক।
থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ। ১১ ডিসেম্বর নির্বাচনী প্রচারনার গাড়ি বহর নিয়ে ধুনট বাজারে আসছিলেন। এসময় র গাড়ি বহরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর ধুনট থানায় ৪৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় এজাহারভুক্ত ৩৯ নং আসামি সাজেদুল ইসলাম।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তার চেষ্টা চলছে।