প্রধান খবরবগুড়া জেলা

৫ দফা দাবি নিয়ে বগুড়ায় মেডিকেল শিক্ষার্থীদের স্মারকলিপি


এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসকের স্বীকৃতি দেওয়া বন্ধসহ ৫ দফা দাবিতে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়া কর্মসূচিতে সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।


বুধবার (৫ মার্চ) দুপুরে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এর আগে মেডিকেল শিক্ষার্থীরা শহরের সাতমাথায় মানববন্ধনের আয়োজন করে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মালতিনগর এলাকায় সিভিল সার্জন কার্যালয়ে যায়।


এ কর্মসূচিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি যৌক্তিক আখ্যা দিয়ে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারকে তা মেনে নেওয়ার আহবান জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।


শিক্ষার্থীদের দাবিগুলো হলো, এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ “ডাক্তার” উপাধি ব্যবহার করতে পারবে না। মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের পক্ষ থেকে আদালতে চলমান ৩টি রিট আগামী ১২ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে। ২০১০ সাল থেকে ম্যাটস শিক্ষার্থীদের দেওয়া বিএমডিসি রেজিস্ট্রেশন অবিলম্বে বন্ধ করতে হবে। উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে ওটিসি ড্রাগস লিস্ট আপডেট করা। এমবিবিএস ও বিডিএস ব্যতীত অন্য কেউ ওটিসি ড্রাগস লিস্টের বাইরে ওষুধ প্রেসক্রিপশন করতে পারবে না।


স্মারকলিপি প্রাপ্তির বিষয়ে বগুড়ার সিভিল সার্জন ডা. এ. কে. এম. মোফাখখারুল ইসলাম জানান, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছে। আমরা সেটি গ্রহণ করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব এবং তাদের দাবি যথাযথ উপস্থাপন করব।


বর্তমানে সারাদেশে ১৬টি সরকারি ম্যাটস ও প্রায় ২০০টি বেসরকারি ম্যাটস বিষয়ক প্রতিষ্ঠান এই কারিকুলাম পরিচালনা করে আসছে। কর্মক্ষেত্রে ডিএমএফ ডিগ্রিধারীগণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ‘উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার’ পদে নিয়োগপ্রাপ্ত হন।


বাংলাদেশে বর্তমানে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০ হাজার এবং বিএমডিসি নিবন্ধিত ডিএমএফ’র সংখ্যা প্রায় ৩০ হাজার।

এই বিভাগের অন্য খবর

Back to top button