গাবতলী উপজেলা

বগুড়ায় তিন ফসলি জমিতে আলু বীজ উৎপাদন খামার স্থাপনের প্রতিবাদ


বগুড়ায় গাবতলীতে তিন ফসলী কৃষি জমিতে আলু বীজ উৎপাদন খামার স্থাপনের প্রতিবাদে মাবববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের চকমাল্লা এলাকার বাসিন্দারা এই কর্মসূচি পালন করেন।


মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বগুড়ার রামেশ্বরপুরে আলু বীজ উৎপাদন খামার স্থাপন প্রকল্পের স্থাপনা নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। এই্ এলাকায় বসবাসকারী অধিকাংশ জনগণ খুবই নিম্ন আয়ের কৃষক। জমিগুলোও তিন ফসলি।
বক্তারা দাবি করেন, এখানে আলু বীজ উৎপাদন খামার করা এই অল্প আয়ের কৃষকের তিন ফসলি আবাদি কৃষি হারিয়ে নিঃস্ব হয়ে যাবে। অনেকেই হারাবেন বসতবাড়ি। ক্ষেতমজুর-ভুমিহীনরা ভাসমান হয়ে পড়বেন। এতে প্রভাব পড়বে দেশের কৃষি উৎপাদন তথা অর্থনীতিতে। এ কারণে আলু বীজ উৎপাদন খামার অন্য কোনো এলাকায় স্থাপন করা যেতে পারে।


মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা সামাদ, মহিদুল ইসলাম, সাইফুলসহ আরও অনেকে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button