প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ছাঁদ থেকে পড়ে নার্সিং কলেজ শিক্ষার্থীর মৃত্যু

বগুড়ার সদরে ছাঁদ থেকে পড়ে নার্সিং কলেজের অপর্ণা চক্রবর্তী নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ মার্চ) রাত ১১ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপর্ণা জহুরুল নগর হাফিজার মোড় এস ইউ ঠাকুরবাড়ি এলাকায় হিমাংশু চক্রবর্তীর মেয়ে ও নার্সিং কলেজের শিক্ষার্থী। 

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোবাইলে কথা বলতে বলতে অসাবধানতাবসত বাড়ির ছাঁদ থেকে পড়ে যায় অর্পিতা। তখন আত্মীয় ও স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টায় মারা যায় সে।

পুলিশ জানায়, মরদেহ মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে নিকট হস্তান্তর করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button