
পিরোজপুরের নাজিরপুরে ব্রিজের ছাউনি ভেঙ্গে রড চুরি করে নেওয়ার অভিযোগে তিন বিএনপি নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) রাতে জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলুর সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের ওই বহিষ্কার আদেশ দেওয়া হয়।
বহিষ্কৃত নেতারা হলেন, উপজেলা বিএনপির আহ্বয়ক কমিটির সদস্য ও উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন, ওই ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. হেদায়েত খান এবং একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. জাহিদুল ইসলাম।
ওই বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা বিএনপির লিখিত আবেদনের প্রেক্ষিতে তাদের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার দলীয় পদ পদবী থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, গত সোমবার (৩ মার্চ) গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের রিপন শিকদার বাড়ির সামনের লোহার ব্রিজের ছাউনির ঢালাই ভেঙ্গে তাতে থাকা প্রায় লক্ষাধিক টাকা মূল্যের লোহার রড চুরি করে নেন অভিযুক্তরা।
এ ঘটনায় ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাদী হয়ে গত মঙ্গলবার (৪ মার্চ) রাতে ওই তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
নাজিরপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।