প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় গলায় ওড়না পেঁচিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

বগুড়ার শেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে তিথি দত্ত (২০) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে শহরের কর্মকারপাড়া সরকারি প্যালেসে ওই শিক্ষার্থীর শয়নকক্ষ থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

সে মানিকগঞ্জের শিবালয় উপজেলার কোলা নয়াবাড়ী এলাকার উত্তম কুমার দত্তের মেয়ে ও সে গত ১ মার্চ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ গ্রহণ করেছিল। 

জানা যায়, উত্তম কুমার দত্ত এনজিও ব্র্যাকের ম্যানেজার হিসেবে শেরপুরের মির্জাপুর শাখায় কর্মরত থাকার সুবাদে দুই মেয়েকে নিয়ে তার পরিবার শেরপুরের কর্মকারপাড়া (সরকার প্যালেস) ভাড়া থাকতেন। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে তিথি দত্ত বাবা মায়ের কাছে থাকে। গত বৃহস্পতিবার রাতের খাবার শেষে তিথি দত্তসহ সকলে যার যার রুমে ঘুমিয়ে পড়ে। রাত পৌনে ২টার দিকে তিথির মা রুপালী দত্ত প্রকৃতির ডাকে বাথরুমে যাওয়ার সময় দেখে তার রুমে লাইট জ্বলছে দেখে তাকে ডাক দেয়। এতে কোন সারা শব্দ না পেয়ে রুমের বারান্দায় গিয়ে দেখে তিথি দত্ত তার রুমের বারান্দার ভীমের সাথে তার ওড়না গলায় পেঁচিয়ে ঝুলছে।

এ সময় মা রুপালীর চিৎকার শুরু করলে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, শুক্রবার সকলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button