ধর্ম

গোসল ফরজ হওয়া অবস্থায় সেহরি খেলে রোজা হবে কি?

গোসল ফরজ হওয়া অবস্থায় সেহরি খেলে রোজা হবে কিনা এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, অনেকেই জানতে চেয়েছেন গোসল ফরজ হয়েছে, অথচ সেহরি খেয়েছেন। গোসল করতে গেলে সেহরির সময় থাকবে না, শেষ হয়ে যাবে। অথবা যে কোন কারণে তিনি ফরজ গোসল না করে সেহরি খেলেন।

অপবিত্র অবস্থায় সেহরি খেলেও রোজা হবে, কোন প্রকার সমস্যা হবে না। তবে সেহরি খেলেও ফজরের নামাজের আগে দ্রুত ফরজ গোসল সেরে নিতে হবে। রোজা রাখা যত গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ সালাত আদায় করা।

সূত্রঃ https://youtu.be/09Y7ZmSnSFQ?si=e6fUKI-XFWJ4qvwT

এই বিভাগের অন্য খবর

Back to top button