সারাদেশ

ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে নিহত এক

চুয়াডাঙ্গার সদরে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে রফিকুল ইসলাম (৪৫) নামের এক কর্মী নিহত হয়েছেন।

আজ শনিবার (৮ মার্চ) উপজেলার তিতুদহ গ্রামে সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম তিতুদহ গ্রামের আব্দুর রহিম মল্লিকের ছেলে।

জানা গেছে, ভিজিএফের কার্ড বিতরণকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে তিতুদহ গ্রামের বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ শনিবার সকালে তিতুদহ বাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে রফিকুল ইসলাম নিহত হন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button