ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ১১

ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। (খবর বিবিসির)
শুক্রবার গভীর রাতে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের দোব্রোপিলিয়া শহরে রাশিয়ার চালানো ওই হামলায় আটটি আবাসিক ভবন এবং একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক জরুরি পরিষেবা।
এর আগে বৃহস্পতিবার রাতে রাশিয়ার হামলায় পাঁচজন নিহত হওয়ার খবর জানান ইউক্রেনের প্রসিকিউটররা।
রাশিয়া-নিয়ন্ত্রিত দোনেৎস্ক শহরের উত্তর-পশ্চিমে অবস্থিত শহরে হামলার কারণে আগুন ধরে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন জরুরি বিভাগের কর্মীরা। সে সময় রুশ বাহিনী আবারো হামলা চালিয়েছে বলে জানা গেছে।
এদিকে আগামী সপ্তাহে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের একটি দল সৌদি আরবে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির টিমের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তিনি আশা করছেন এই আলোচনা অর্থবহ হবে। তার দেশ যত দ্রুত সম্ভব শান্তির জন্য প্রস্তুত আছে।
তিনি আরো বলেন, প্রতিদিন রাশিয়ার নতুন হামলা এবং বাস্তবতা নিজেই প্রমাণ করে যে রাশিয়াকে শান্তির জন্য বাধ্য করা উচিত। জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বাদানুবাদের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন।
এসএ