রাজনীতি

নারী জাতিকে তাদের প্রাপ্য মর্যাদা দেয়ার ব্যাপারে যত্নশীল হোন: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নারী জাতিকে তাদের প্রাপ্য সঠিক মর্যাদা দেওয়ার ব্যাপারে যত্নশীল হোন। কারণ আপনার একজন মা আছেন, বোন এবং মেয়েও থাকতে পারে।’ 

শনিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ ব্যাপারে কথা বলেছেন তিনি।

ডা. শফিকুর রহমান তার স্ট্যাটাসে লিখেছেন, ‘নারী জাতিকে তাদের প্রাপ্য সঠিক মর্যাদা দেয়ার ব্যাপারে যত্নশীল হোন। কারণ, আপনার একজন মা আছেন, বোন এবং মেয়েও থাকতে পারে। আদর্শিক সৌন্দর্য দিয়ে মানুষকে আকৃষ্ট করাই উত্তম। তার ফলাফল সব সময় চমৎকার।’

এদিকে তার এই পোস্ট দৃষ্টি কেড়েছে নেটিজেনদের। পোস্টে বিভিন্ন রিঅ্যাকশন দেয়ার পাশাপাশি মন্তব্যের ঘরে নারীদের প্রতি সম্মান প্রদর্শন নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন তারা। কেউ কেউ আবার পোস্টটি শেয়ারও করছেন নিজের টাইমলাইনে।

এই বিভাগের অন্য খবর

Back to top button