দুপচাঁচিয়া উপজেলাপ্রধান খবর

বগুড়ায় আড়াই লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

বগুড়ার দুপচাঁচিয়ায় ৫০০ টাকা মূল্যমানের প্রায় আড়াই লাখ জাল টাকার নোটসহ রাসেল মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার পশ্চিম আলোহালী পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাসেল মণ্ডল দুপচাঁচিয়ার বনতেতুলিয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৪ টি মামলা চলমান আছে বলে জানিয়েছে পুলিশ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।


তিনি জানান, ডিবি পুলিশের বিশেষ অভিযানে রাসেল মণ্ডলকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ৫০০ টাকা মূল্যমানের ৪৮৮ টি জাল নোট উদ্ধার করে পুলিশ। যার ২,৪৪,০০০ টাকার সমমান হয়।
রাসেলের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মামলা দিয়ে আগামীকাল শনিবার আদালতে চালান করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button