প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ, অভিযুক্ত গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ভিডিও গোপনে ধারণ ও পুনরায় ধর্ষণের অভিযোগে মো. সুজন (২০) নামে মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে তাকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুজন ধনকুন্ডি গ্রামের বাসিন্দা। এর আগের দিন ৮ মার্চ শেরপুর থানায় নির্যাতনের শিকার শিক্ষার্থীর মা পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন।

এজাহারে বলা হয়, মামলার বাদি ধনকুন্ডি গ্রামস্থ ওমেরা গ্যাস কোম্পানির লোকদের খাবার রান্না করে দেন। সেই খাবার বাড়ি থেকে নিয়ে যেতেন ১নং আসামী মোঃ তাজুল ইসলাম (৪৬)। এই সুবাদে বাদীনির মেয়েকে বিভিন্নভাবে ফুসলাইয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

গত বছরের ২৬ আগস্ট রাতে ওই শিক্ষার্থীর শয়ন ঘরের ঢুকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এই ধর্ষণের ঘটনা গোপনে ২নং আসামী মোঃ সুজন তার মোবাইল ফোনে ভিডিও করে।

পরবর্তীতে ওই বছরের ৫ সেপ্টেম্বর রাতে কেউ না থাকার সুযোগে সুজন বাড়িতে প্রবেশ করে। এরপর ভুক্তভোগীকে তার ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে ধর্ষণ করে সুজন।
এ ছাড়াও মামলার আরও তিন আসামিকে ওই ভিডিও নিজের মোবাইল থেকে পার করে দেয় সুজন। ওই তিন আসামি ভিডিওটি হাতে পেয়ে মামলার বাদির কাছে টাকা দাবি করে। তখন বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর মা থানায় মামলা করেন।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button