বগুড়ায় বাড়ির পাশের পুকুরপাড়ে মিলল স্কুলছাত্রের লাশ

বগুড়ার গাবতলীতে সিফাত (১৩) নামে সপ্তম শ্রেনিতে পড়ুয়া এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে।
শনিবার রাত ৯ টার দিকে উপজেলার উঞ্চুরকী এলাকার তার লাশ বাড়ির পাশের পুকুর পাড় থেকে উদ্ধার করে।
পরিবারের অভিযোগ, সিফাতকে গলাটিপে হত্যার পর পুকুর পাড়ে ফেলে রাখা হয়।
সিফাত গাবতলী পৌরসভার ৯ নং ওয়ার্ডের উঞ্চুরকী উত্তরপাড়া গ্রামের হাবিজার রহমান মোল্লার ছেলে এবং গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, সিফাত ইফতার শেষ বাড়ি থেকে বের হয়। এরপর রাত ৯ টার দিকে স্থানীয় লোকজন উঞ্চুরকী উত্তরপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন পুকুরপাড়ে সিফাতকে পড়ে থাকতে দেখে। পরে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা সরকারী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার সিফাত মৃত বলে জানায়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল জানান, সিফাতের গলায় হাতের আঙ্গুলের দাগ পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে তাকে গলাটিপে শ্বাসরোধে মারা হতে পারে। পুলিশ এ ঘটনায় অভিযান চালিয়ে যাচ্ছে। মরদেহ থানা হেফাজতে আছে। আগামীকাল মর্গে পাঠানো হবে।