বগুড়ায় রেললাইনে কাজ করার সময় ট্রেনে কাটা পড়ে ওয়েম্যানের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে রেললাইন সংস্কারের কাজ করার সময় ট্রেনে কাটা পড়ে নাজিম উদ্দিন সাইফুল (৪০) নামের এক ওয়েম্যানের মৃত্যু হয়েছে।
সাইফুল উপজেলার সান্তাহার ইউপির সান্দিড়া গ্রামের মৃত খয়বর আলীর ছেলে।
রবিবার দুপুর ২টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, রবিবার সকাল থেকে ছাতিয়ানগ্রাম রেলস্টেশন এলাকায় ৬-৭জন রেলওয়ে ওয়েম্যান (খালাসী) লাইন সংস্কারের কাজ করছিলেন। তাঁরা দুপুরে জোহরের আজানের পর নামাজ পড়তে যান। এরপর ওয়েম্যান নাজিম উদ্দিন সাইফুল ও তাঁর আরেক সহকর্মী কাজে ফিরে পাথর টানছিলেন। এসময় ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছলে নাজিম উদ্দিন সাইফুল ট্রেনের শব্দ শুনতে না পাওয়ায় কাটা পড়েন।
ওসি আরো বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।