সারাদেশ

এবার ৮ বছরের শিশুকে ধর্ষণ করে ভিডিও ধারণ, যুবক আটক

ধর্ষণের ঘটনায় ফুঁসে উঠেছে সারাদেশ। এর মধ্যেই গাজীপুরে উঠলো ৮ বছরের আরেক শিশুকে ধর্ষণের অভিযোগ।

ইয়াবা সেবন করে শ্রীপুর উপজেলার বরমী এলাকার শালবনের ভেতর শিশুটিকে নিয়ে ধর্ষণ করে আরমান আলী (২৭) নামের ওই যুবক। এ সময় সে ভিডিও ধারণ করে সোশ্যাল হ্যান্ডেল ইমোর মাধ্যম বন্ধুদের পাঠায় বলেও প্রমাণ মিলেছে। অভিযুক্ত আরমান আলীকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্ষণের ভুক্তভোগী শিশুটি শ্রীপুর উপজেলার বাসিন্দা। সে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। আর অভিযুক্ত আরমানের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নে। সে গত কয়েক বছর ধরে বরমী এলাকায় বন বিভাগের জমিতে কুঁড়েঘর তুলে বসবাস করে আসছিল, পাশাপাশি দৈনিক মজুরিভিত্তিক কাজ করত।

ভুক্তভোগী শিশুটির বাবা ও স্থানীয়রা সাংবাদিকদের জানান, শনিবার দুপুরের পর থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে ওই এলাকার বনের গভীর থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান তারা। এরপর বনের ভেতর তল্লাশির সময় ভুক্তভোগী শিশুসহ আরমানকে পাওয়া যায়। শিশুর কাছে বিস্তারিত জেনে আরমানের মোবাইল ফোন উদ্ধার করে ধারণ করা ভিডিও পাওয়া যায়। ভিডিওটি তিনটি ইমো নাম্বারে পাঠানো হয়েছে বলে স্বীকার করে আরমান।

এ সময় আরমানকে গণধোলাইয় দিয়ে একটি গুদামে আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশে এসে তাকে থানায় নিয়ে যায়।

এই বিভাগের অন্য খবর

Back to top button