প্রধান খবরবগুড়া সদর উপজেলা

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, বগুড়ায় প্রতারক গ্রেপ্তার

বগুড়া শহরে পুলিশের এসআই পদমর্যাদার র‌্যাংকব্যাজ পরিহিত পোশাকসহ এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি ঈদ বকশিস এর নামে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছিলেন বলে অভিযোগ রয়েছে।


রোববার শহরের নারুলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো: জাকারিয়া সরকার (২৫)। তিনি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার প্রজাপাড়ার আশরাফুল ইসলামের ছেলে। এ ছাড়া তিনি শহরের নারুলি উত্তরপাড়ায় একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বগুড়ায় নারুলি পুলিশ ফাঁড়ির এক সাব ইন্সপেক্টর ঈদ বকশিস নেয়ার নামে চাঁদাবাজি করছে এমন অভিযোগ উঠে এলাকায়। কিন্তু তাকে সনাক্ত করা যাচ্ছিল না। এর মধ্যে একজন ব্যবসায়ী অভিযোগ করেন, পুলিশের পোশাক পরে তার ফাঁড়ির এসআই পরিচয় দিয়ে একজন তার কাছ থেকে ১৮শ’ টাকা জিনিস নিয়ে এসেছে।

পরে তার দেয়া তথ্যে জাকারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে পুলিশের এসআইয়ের র‌্যাংকব্যাজ লাগানো পোশাক ও জুতা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্র বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, মানুষের সাথে প্রতারণা ও চাঁদাবাজির জন্য সে বছর দুয়েক আগে বগুড়ায় আসে। প্রতারণার জন্য রংপুর থেকে পুলিশের পোশাক সংগ্রহ করে। আর গাইবান্ধায় তার বাড়ির লোকজনকে জানিয়েছে যে তিনি বগুড়ার পিডিবিতে চাকরি করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button