ট্রাম্পের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে জয়ের ঘোষণা মার্ক কার্নির

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধ জয়ের প্রতিশ্রুতি দিয়েছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
নিজের বিজয় ভাষণে এমনটায় ঘোষনা দিয়ে কার্নি বলেন, আমেরিকানরা যেন ভুল না করে। হকির মতোই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধেও কানাডা জিতবে।
দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য বানানোর ইচ্ছা প্রকাশ করে
ট্রাম্প সম্প্রতি কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর প্রতিক্রিয়ায় কার্নি ঘোষণা করেছেন, মার্কিন আমদানির ওপর কানাডার পাল্টা শুল্ক বহাল থাকবে যতক্ষণ না যুক্তরাষ্ট্র সম্মান প্রদর্শন করে।
তিনি আরো বলেন, ট্রাম্প কানাডার শ্রমিক, পরিবার ও ব্যবসা-বাণিজ্যকে আক্রমণ করছেন। এসময় তিনি আরও বলেন, আমরা তাকে সফল হতে দেব না। তার এই ঘোষণার পরই ভিড় থেকে তীব্র প্রতিধ্বনি ওঠে।
ট্রাম্পের নতুন শুল্কের ফলে কানাডার অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়েছে। কার্নি বলেন, আমরা একটি অন্ধকার সময় পার করছি, কিন্তু আমরা একসঙ্গে থেকে এই সংকট কাটিয়ে উঠব। তিনি সীমান্ত নিরাপত্তা জোরদার করার প্রতিশ্রুতিও দিয়েছেন, যা ট্রাম্পের অভিযোগের অন্যতম প্রধান বিষয় ছিল।
আগামী কয়েক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে কার্নির। এছাড়া তিনি লিবারেল পার্টির নেতৃত্বে আসন্ন সাধারণ নির্বাচনে অংশ নেবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নির্বাচন হওয়ার কথা।
রোববার সন্ধ্যায় প্রথম ভোটেই কার্নি জয়ী হন। যেখানে তিনি ৮৫ দশমিক নয় শতাংশ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে পরাজিত করেন তিনি। রাজধানী অটোয়ায় লিবারেল পার্টির প্রায় দেড় হাজার সমর্থকের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়।
সদ্য নির্বাচিত কার্নি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে কখনো রাজনৈতিক নেতা হিসেবে নির্বাচিত হননি। লিবারেল পার্টির নেতৃত্বের নির্বাচন শুরু হয়েছিল গত জানুয়ারিতে। এর আগে প্রায় এক দশকের মতো ক্ষমতায় ছিলেন জাস্টিন ট্রুডো।