আদমদিঘী উপজেলা

সান্তাহার শহর প্রেসক্লাবের পুনরায় সভাপতি জিললুর, সম্পাদক সোহাগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার শহর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের মাইক্রোস্ট্যান্ড মাঠে ক্লাবের বাৎসরিক আলোচনা ও ইফতার মাহফিলে এক বছরের জন্য দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি জিললুর রহমানকে পুনরায় সভাপতি ও দৈনিক আনন্দ বাজার পত্রিকার প্রতিনিধি আমিনুল ইসলাম সোহাগকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু।


কমিটির অন্যরা হলেন- সহসভাপতি আমিনুল ইসলাম (কান্ট্রি টুডে), যুগ্ম সম্পাদক ফিরোজ হোসেন (মানবজমিন), সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু (কালের কণ্ঠ), দপ্তর সম্পাদক এরশাদ আলী ছানোয়ার (কালবেলা), অর্থ সম্পাদক শফির উদ্দিন (স্বদেশ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক আতোয়ার হোসেন (দৈনিক সময়ের কাগজ), সদস্য হুমায়ুন আহমেদ (বিশ্ব মানচিত্র), সামিদুল ইসলাম (বাংলাদেশ সময়) ও সম্মানিত সদস্য নাজমুল হক ইমন (সান্তাহার ডটকম)।

এই বিভাগের অন্য খবর

Back to top button