প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও এক বন্ধু।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকার ফাল্গুনী হোটেলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।


নিহতরা হলেন, খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে নাঈম (২১) ও সিদ্দিকের ছেলে সেলিম (২২)। গুরুতর আহত হলেন একই এলাকার লিটনের ছেলে রিফাত রহমান (২১)।


স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকেলে কয়েরখালি বাজার থেকে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে শেরপুরে ঘুরতে বের হয়। ইফতারের আগে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে ফিরছিল। পথে শেরুয়া বটতালা ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়।
এ সময় পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নাঈম নিহত হয়। বাকি দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে সেলিম নামের আরেকজনের মৃত্যু হয়। আর রিফাত হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল হক জানান, দুর্ঘটনায় কাউকে আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button