বিএনপিরাজনীতি

আমাদের লজ্জা দিয়ে বিদায় নিয়েছে শিশুটি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের লজ্জা দিয়ে ও কাঁদিয়ে বিদায় নিয়েছে মাগুরায় নির্যাতিত শিশুটি।

আজ (১৩ মার্চ) বৃহস্পতিবার মাগুরায় নির্যাতিত শিশুটির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে তিনি সাংবাদিকদের একথা বলেন, মাগুরার কয়েকটা নরপশুর নিষ্ঠুরতা তার মতো এক শিশুর ওপর দিয়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, শিশুটি ক্ষতচিহ্ন নিয়ে হাসপাতালের বিছানায় সংগ্রাম করে জগতের মায়া ছেড়ে আমাদের লজ্জা দিয়ে ও কাঁদিয়ে বিদায় নিয়েছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

বিএনপির মহাসচিব বলেন, আমি তার বিদেহী রুহের মাগফেরাত কামনা করছি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি তারা এই শোক কাটিয়ে উঠুন।

পাশাপাশি এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই বিভাগের অন্য খবর

Back to top button